মোটরসাইকেলে চালানো অবস্থায় মোবাইল ফোন ঠেকিয়ে কথা বলতে বলতে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার (৫৫)। এ সময় কোন একটি দ্রুতগামী বাসের নিচে পড়ে সেখানেই মৃত্যু হয় তার। মঙ্গলবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা-মহাসড়কের বড়াইগ্রামের আহেমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন একই উপজেলার বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, কানের সাথে মোবাইল ফোন ঠেকিয়ে কথা বলতে বলতে তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় তাকে চাপা দেয় অজ্ঞাত একটি যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ অজ্ঞাত যানটি শনাক্ত ও আটক করার চেষ্টা করছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ