হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামে নিখোঁজ যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে। নিহত যুবকের নাম মাহবুব মিয়া (২৫)। সে শিয়ালদাড়িয়া গ্রামের আতর আলীর পুত্র।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, গতকাল রাত থেকেজ মাহবুব মিয়া নামে ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্থানীয়রা তার লাশ গ্রামের পার্শ্ববর্তী একটি নদীর পাড়ে পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। (ওসি) বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর নদীতে লাশ ফেলে দেয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/এএ