খুলনার দাকোপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদুল শেখ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মৌখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পুকুরের মাটি কাটার সময় অসতর্কতাবশত পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সাজেদুল শেখ মারা যায়। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত জানান, যেখানে মাটি কাটার হচ্ছিল তার পাশেই বিদ্যুতের তারটি ছিল। হঠাৎ তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ