মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের খুঁটির সঙ্গে পশুবোঝাই একটি পিকআপে ধাক্কা লেগে একটি মহিষের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত আরও একটি মহিষকে ঘটনাস্থলেই জবাই করা হয়। গাড়িতে থাকা অন্য তিনটি মহিষ আঘাতপ্রাপ্ত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত শহরের মৌলভীবাজার সড়কের ২ নাম্বার পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, কোরবানির পশুর হাটে বিক্রির জন্য কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে মহিষগুলো পিকআপে নরসিংদী নিয়ে যাচ্ছিল। রাতে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
মহিষের মালিক মোহাম্মদ আলী বলেন, পিকআপচালক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে আঘাত করেন। এ সময় মহিষগুলো গাড়ি থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই একটি মহিষ মারা যায়। আরেকটি গুরুতর আহত মহিষ জবাই করা হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসের সর্দার বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করাই। ঘটনায় পরপরই চালক পালিয়ে যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল