২ জুলাই, ২০২৩ ১৫:৪৯

রংপুরে জুনে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে জুনে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত

রংপুরে এবার এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হলেও জুন মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হয়েছে। জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ৪১৮ মিলিমিটার। সেখানে বৃষ্টিপাত বেড়েছে মাত্র ৩ মিলিমিটার। 

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত দুই মাসে রংপুর অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাতের অনেক কম বৃষ্টিপাত হয়েছে। তবে জুন মাসে স্বাভাবিকের চেয়ে সামান্য কিছু বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারি বৃষ্টিপাতের ফলে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি একাধিকবার বৃদ্ধি পেয়েছে। 
 
সূত্রমতে, জুনে প্রথম বৃষ্টিপাত হয়েছে ৫ জুন ১৩ মিলিমিটার। পাঁচদিন পরে ১০ জুন ৫০ মিলিমিটার, ১১ জুন ১ দশমিক ২ মিলিমিটার, ১২ জুন ১ দশমিক ৮ মিলিমিটার, ১৪ জুন ৪৯ দশমিক ৬ মিলিমিটার, ১৫ জুন ৩ দশমিক ৩ মিলিমিটার, ১৬ জুন ২৪ মিলিমিটার, ১৭ জুন ১ মিলিমিটার, ১৮ জুন ২৬ দশমিক ৮ মিলিমিটার, ১৯ জুন ৫০ মিলিমিটার, ২০ জুন ২৯ দশমিক ৫ মিলিমিটার, ২১ জুন ৪৩ দশমিক ৫ মিলিমিটার, ২২ জুন ৪১ দশমিক ৫ মিলিমিটার, ২৩ জুন ১ দশমিক ৫ মিলিমিটার, ২৮ জুন ৩ দশমিক ৬ মিলিমিটার, ২৯ জুন ৭৫ দশমিক ৫ মিলিমিটার, ৩০ জুন ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

বিগত বছরগুলোতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হলেও এবার স্বাভাবিকের চেয়ে মাত্র ৩ মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া  তাপমাত্রাও বেড়েছে। গত বছরের এসময় রংপুরে ৩৩ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এবার ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা উঠেছিল। 

এদিকে ভারি বৃষ্টিপাতের ফলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীবেষ্টিত রংপুর, লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার অনেক স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তিস্তার পানি একাধিকবার বিপদসীমার ওপরে উঠেছিল। 

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, এপ্রিল, মে মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টপাত হলেও জুনে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর