রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৬৫) এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয়ে পুরুষ এই ব্যক্তিটি দীর্ঘদিন পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেলা করছিলেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, পাংশা পৌরসভার মৈশালা এলাকায় এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জানান, নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পাংশা পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।