বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। আবহাওয়া অধিদপ্তর আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আছাদুর রহমান।
পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিনের সভাপতিত্বে এবং বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সঞ্চালনায় সেমিনারে প্রধান অলোচক ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সেমিনারে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আছাদুর রহমান বলেন, জলবায়ু এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য উপাত্ত জনগনের মাঝে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে এই সেমিনার আয়োজন করছে আবহাওয়া বিভাগ। বিশ্ববিদ্যালয়ের সেমিনারে যারা অংশ নিয়েছেন তাদের মাধ্যমে জনগন আবহাওয়া ও জলবায়ু বিষয়ে সচেতন হতে পারবে বলে ধারনা তাদের।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, দুটি উদ্দেশ্যে এই সেমিনার আয়োজন করা হয়েছে। একটি হলো- জলবায়ু পরিবতনের ফলে নানা প্রতিক‚ল পরিস্থিতি মোকাবেলায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষনার আগ্রহ সৃস্টি করা। অপরটি হলো- প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও দুর্বোগ পরবর্তী পুনর্বাসনের প্রক্রিয়া সম্পর্কে একটা গবেষনালব্ধ সুপারিশ কর্তৃপক্ষের কাছে প্রনয়ন করার উদ্যোগ নেয়া। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যথাযথ ভ‚মিকা রাখবেন আশা তার।
বিডি প্রতিদিন/এএম