৩ আগস্ট, ২০২৩ ১২:০৫

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত যুবকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা চালিয়ে জাকির হোসেন নামের এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষরা। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০২ আগস্ট) দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামে। মৃত জাকির হোসেন (৪৫) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের  মো. সাহাবুদ্দিনের ছেলে। 

লাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মাঝুখান গ্রামের মৃত সাহাবুদ্দিনের রেখে যাওয়া জমিতে তার ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এবং ১২৩ শতাংশ জমি ভোগ দখল করে আছে। সেই জমি স্থানীয় সফিকুল ইসলাম, মিজানুর রহমান, রহম আলী, শাহীন মিয়া ও আসাদ আলীসহ বেশ কয়েকজন জবর দখল করে নেওয়ার চেষ্টা করে আসছিল। সেখানে তাদের নেতৃত্বে ঘর নির্মাণ করার চেষ্টা করলে জাকির হোসেন ও তার স্বজনরা বাধা সৃষ্টি করে। গত ৩১ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে জাকির হোসেন বাড়ির সামনে রাস্তায় বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা সফিকুল ইসলাম, মিজানুর রহমান, রহম আলী, শাহীন মিয়া ও আসাদ আলীসহ ১২-১৩ জন তার পথরোধ করে। জমি নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পযায়ে তারা দাঁ, লাঠি, চাইনিজ কুড়াল ও ছুরি দিয়ে তাকে এলোপাতারী আঘাত করতে থাকে। একপযায়ে তার মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। তার ডাক চিৎকার শুনে স্বজন ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়েছে।

ওই ঘটনায় নিহতের মা মোছা. জায়েদা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান  জানান, নিহতের ঘটনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর