কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বন্যার পানিতে লাকড়ি ধরতে গিয়ে পানিতে ডুবে মো. শাহ আলম (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে মাতামুহুরী নদীর লক্ষ্যারচর হাজি পাড়া পয়েন্টে লাকড়ি ধরতে নদীতে ঝাঁপ দেয় শাহ আলম।
এসময় পানির তীব্র স্রোতে সে নিখোঁজ হয়। শাহ আলম ওই এলাকার জাকের হোসাইনের ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার হদিস মিলেনি।
লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদ উল্লাহ পানিতে ডুবে শাহ আলম নামে এক যুবক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম