যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, উন্নয়নের কারণে জনগণ আবার নৌকায় ভোট দেবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ও বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় ভোট দিয়ে জনগণ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
সোমবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে ভোলার চরফ্যাশন আহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জ্যাকব বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে-ঘরে গিয়ে সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে হবে। বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনে আসতে চায়। নির্বাচনে না এলে বিএনপি বিলীন হয়ে যাবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কোনো বিদেশি অপশক্তির চাপে নয়।
আরও বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, অধ্যক্ষ আহম্মদ উল্লাহ, ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলাম ও আবুল বাশার চাপরাশি।
বিডি প্রতিদিন/এমআই