মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্থায়ী স্যানিটারি কিটস কর্নার স্থাপন করা হয়েছে। সোমবার সকালে ‘ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল’র উদ্দ্যোগে এই কিটস কর্নার স্থাপন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কবিতা দাশের হাতে ৫০ প্যাকেট মানসম্মত স্যানিটারি ন্যাপকিন হস্তান্তর করে স্যানাটারি কিটস কর্নারটির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল’র সভাপতি ডা. পুষ্পিতা খাস্তগীর, সাধারণ সম্পাদক ইন্দিরা আচার্য, সাবেক সভাপতি দিল আফরোজ রুহেন, রহিমা বেগম, সাধারণ সদস্য সানজিদা আখতার ও তানিয়া রায়।
উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ বলেন, আমাদের বিদ্যালয়টিতে প্রায় ১৩০০ শিক্ষার্থী রয়েছে। প্রতিদিনই প্রায় ৫/৬ জন শিক্ষার্থীর স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন পড়ে। এরকম একটা স্থায়ী স্যানিটারি কিটস কর্নার আমাদের বিদ্যালয়ে খুব বেশি প্রয়োজন ছিল।
বিডি প্রতিদিন/এমআই