টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে (৫০) পাঁচ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনায় সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন। ওই প্রধান শিক্ষক উপজেলার সাড়াশিয়া গ্রামের মৃত মর্তূজ আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন নানা ভাবে উত্যক্ত করে আসছিল। এ ঘটনার লিখিত অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রধান শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, এক প্রধান শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম