বরগুনার বেতাগী পৌরসভার কলেজ সড়কে অবস্থিত প্রাইভেট ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৭০ হাজার টাকা জরিমানা করেছে। এসময় ডক্টরস ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়।
সোমবার (১৪ আগষ্ট) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর উপস্থিত ছিলেন।
এসময় সাইদুর রহমান রণি নামের এক ব্যক্তি অভিযোগ করেন, শুক্রবার রাতে ডক্টরস ক্লিনিকে তার প্রসূতি স্ত্রী বিথী আক্তারকে ভর্তি করেন। ঐদিন রাতে তার স্ত্রী একটি সুস্থ সন্তান প্রসব করেন। ১৩ আগষ্ট রবিবার বিকালে হঠাৎ নবজাতকের শ্বাসকষ্ট শুরু হলে ক্লিনিকের কোনো চিকিৎসকে না পেয়ে বেতাগী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তৃব্যরত চিকিৎসক নবজাতককে বরিশাল নিয়ে যাবার জন্য বলেন। বরিশাল নেবার পথে নবজাতক মারা যায়। ডক্টরস ক্লিনিকে চিকিৎসার অবহেলায় নবজাকের মৃত্যু হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতে তিনি এই অভিযোগ করেন।
ডক্টরস ক্লিনিকের মালিক জাকির হোসেন বলেন, রাতে ঐ সময় ক্লিনিকে চিকিৎসক ছিলো না। তবে নবজাতকের ব্যাপারে তাদের চিকিৎসার অবহেলার কথা তিনি অস্বীকার করেন।
নির্বাহী মেজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, ক্লিনিকের লাইসেন্স না থাকা, অব্যবস্থাপনা, চিকিৎসায় অবহেলায় ডক্টরস ক্লিনিককে ৫০ হাজার এবং ডায়গনষ্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ডক্টরস ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল