১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে টানা ১৫ দিন দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এদিকে ভোজের জন্য ২০টি গরু, ৪০টি ছাগল এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ এই সব আয়োজন করেন। সোমবার বিকেলে উপজেলার নবিয়াবাদে অবস্থিত কুমিল্লা মডেল কলেজ প্রাঙ্গণে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ১টি করে গরু ও ২টি করে খাসি এবং প্রতি ইউনিয়নে আনুষঙ্গিক খরচ বাবদ নগদ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।
এছাড়া কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিকলীগ ও উপজেলা মৎস্যজীবী লীগকে ১টি করে গরু ও ২টি করে খাসি দেয়া হয়। এসময় উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, সদস্য আলমগীর কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, রাজাহামেহার ইউপি চেয়ারম্যান মোঃ জসিমউদ্দীন সরকার, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল ভূইয়া, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া ম্যানেজার, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার ও যুবলীগ নেতা মামুনুর রশিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় আমার পক্ষ থেকে দোয়া মিলাদ ও ভোজের জন্য প্রতিটি ইউনিয়নে এই ক্ষুদ্র আয়োজন। দেবিদ্বারবাসীসহ সকলের কাছে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাই।
বিডি প্রতিদিন/হিমেল