জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে শোক র্যালি ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বুড়ির বাড়ির মোড় থেকে শোক র্যালিটি বের হয়ে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ হয়ে বিভিন্ন সড়ক ও প্রদক্ষিণ করে পুনরায় বুড়ির বাড়ি এলাকায় এসে শোক সভার মাধ্যমে শেষ হয়।
শোক র্যালিটির নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপিকা সগুগফতা ইয়াসমিন এমিলি। র্যালির মাঝখানে বরুলিয়া মোড়ে পথসভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় এমিলি বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে আসন্ন জাতীয় নির্বাচনে জামাত বিএনপি জোটের সকল ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার পরামর্শ দেন। এছাড়াও তিনি আগামী সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় আসবে আওয়ামী লীগ জোট জোড়ালোর এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে দেশের সর্বস্তরের মানুষকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাঠে থাকার আহ্বা জানান।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সকল সদস্য এবং স্বাধীনতা যুদ্ধে নিহত বীর সেনাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (সচিব) এর সহ-সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সাবেক অধ্যাপক ডাক্তার মোঃ আবু ইউসুফ ফকির, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক ও সাধারণ সম্পাদক কবির হোসেন হাওলাদার।
বিডি প্রতিদিন/নাজমুল