বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বাগেরহাটের মোরেলগঞ্জে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বাসভবনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপির উপদেষ্টা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ ও শামীম আহসান ফকির।
মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন নহার, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম মুক্তা, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ খান চুন্নুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।বিডি প্রতিদিন/এএ