২০ আগস্ট, ২০২৩ ১৮:১৭

ধান চুরি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি:

ধান চুরি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

সাখাওয়াত হোসেন জসীম

লক্ষ্মীপুরে ধান চুরির মামলায় চরবাদাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসীমসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কমলনগর আমলী অঞ্চল আদালতের বিচারক তারেক আজিজ এ আদেশ প্রদান করেন। মামলার বাদী জামেনারা আক্তার। তিনি কমলনগরের তোরাবগঞ্জ এলাকার ডা. সৈয়দ জাকির হোসেনের স্ত্রী।

বাদী পক্ষের কৌশুলী অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান চুরির মামলায় কারাগারে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, আদনান আমিন (৩০), ফরহাদ হোসেন (৪৫), ইফতেখার হোসেন শাওন (২৮), নুরুল আমিন(৫৫), অজি উল্যাহ(৪৫), খোরশেদ আলম (৪০), নোমান পাটওয়ারী (৩২) ও সফিউল্যা(৪৫)।
 
বাদীর আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, ধান চুরি মামলায় ইউপি চেয়ারম্যান জসিমসহ আসামিরা আদালতে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারা তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা আদালতের নির্দেশনা অমান্য করে বাদির জমির ২৫০ মণ ধান চুরি করে নিয়ে যায়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর