বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল’ মঙ্গলবার বিকেলে বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ও চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে পরিচালক (ছাত্র কল্যাণ), প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন।
আলোচনার শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ