কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫০ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাদের আটক করে দুপুরের দিকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টমূলে কুড়িগ্রাম সদরে ১, উলিপুরে ২২ ও ফুলবাড়ী থানায় ১ জনসহ ২৪ জন, সিআর ওয়ারেন্টমূলে ফুলবাড়ীতে ১, ভূরুঙ্গামারীতে ১, নিয়মিত মামলায় গ্রেফতার ২৬ জনসহ মোট ৫০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট থানার ওসিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, প্রতিদিন এ অভিযান অব্যাহত রয়েছে। এ জেলাকে নিরাপদ রাখতে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম