কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সোহানা আক্তার (৭) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী কিতাব খাঁ গ্রামের সোলায়মান আলীর কন্যা ও রোকসানা আক্তার (৮) খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার কন্যা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শিশু দুটি বাড়ির পাশে খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়।পরে সেখানে গিয়ে তারা পানি ডুবে যায়।তাদের কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে পুকুরের কোনায় তাদের মরদেহ পানিতে ভাসতে দেখেন। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা এসে পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ