ফরিদপুরে একটি ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের সামনা সামনি সংঘর্ষ হলে নিহত হয়েছেন মোটরসাইকেল চালক রায়হান ইসলাম ওরফে অন্তর (১৮)। এ ঘটনায় আহত হয়েছেন রায়হানের দুই বন্ধু হিমেল রহমান (১৭) ও লিমন রায় (১৮)।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুই বন্ধু নিয়ে রায়হান ফরিদপুরের দিকে আসছিলেন। ওই সময় সালথাগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির সামনা সামনি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
এর ফলে রায়হান ঘটনাস্থলেই নিহত হন। আহত হন লিমন ও হিমেল।
নিহত রায়হান ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত লিমন মৃগী গ্রামের লিটন রায় এবং হিমেল একই গ্রামের মজিবর রহমানের ছেলে। এরা দুইজন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আহত হিমেল ও লিমনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ