লক্ষ্মীপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক এমপি মোহাম্মদ উল্যাহ মারা গেছেন। বুধবার বিকেলে ৩টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের আলীয়া মাদ্রাসার সামনে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত জাতীয় পার্টির এমপি ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার মৃত আক্কাস মিয়া হাওলাদারের ছেলে। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখেছেন।
জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে আলীয়া মাদ্রাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক পারাপার হচ্ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। পরে দ্রুত সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার শিকার মোহাম্মদ উল্যাহকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
এ ব্যাপারে শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনার সাবেক এমপি মোহাম্মদ উল্যাহ মারা গেছেন এমন খবর পেয়েছি, বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ