শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী ভুরঙ্গা কালাপানি এলাকা হতে আমদানি নিষিদ্ধ ২৪৯ বোতল ভারতীয় মদসহ এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার গভীর রাতে দিবাগত রাতে ওই মদসহ আরিফ মিয়া (৩৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
আরিফ ঝিনাইগাতি উপজেলার নলকূড়া ইউনিয়নের মানিককড়া গ্রামের জনৈক আবাদুল বারির পুত্র। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা দিয়ে আরিফকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই কারবারিকে বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে। মাদক ও সন্ত্রাস দমনে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল