বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বগুড়া জেলা বিএনপি। ২ দিনের কর্মসূচির প্রথম দিন শুক্রবার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বাদ জুমা বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল শেষে বিকেলে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এসব কর্মসূচিতে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, কাজী রফিকুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এমআর ইসলাম স্বাধীন, মনিরুজ্জামান মনি, আলী মুররাজি তরুন প্রমুখ। কর্মসূচির দ্বিতীয় দিন শনিবার বিকেলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল