শিরোনাম
১ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৪১

নদীর পাড় থেকে স্কুলছাত্রের লাশ উদ্বার

ফেনী প্রতিনিধি

নদীর পাড় থেকে স্কুলছাত্রের লাশ উদ্বার

প্রতীকী ছবি

ফেনীর ফুলগাজীতে সাইদুল ইসলাম রায়হান (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুলছাত্র সাইদুল ইসলাম রায়হান উপজেলার মুন্সীরহাট ইউনিয়নে নোয়াপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বদরপুর-কামাল্লা সড়কের বদরপুর এলাকায় নদীর পাড়ে তার লাশ পরে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

এ সময় স্থানীয়রা ফুলগাজী থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা ১২টার দিকে নিহত স্কুল ছাত্রের লাশ উদ্বার করে থানায় নিয়ে যায়। পরিবারের দাবি, জাহিদুল ইসলাম রায়হান মানসিক প্রতিবন্ধী ছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিহত স্কুলছাত্রের বাবা জাহিদুল ইসলাম জানান, সে বৃহস্পতিবার সন্ধায় কামাল্লায় তার বোনের বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে বোনের বাড়িতে নাস্তা খেয়ে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রাওনা দেন।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মুঠোফোনে খবর পান তার ছেলের লাশ নদীর পড়ে আছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম জানান, নিহত স্কুলছাত্রের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় বিস্তারিত খোঁজখবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর