১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪৭

শরীয়তপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

'সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালিত হয়েছে। 

র‍্যালি, আলোচনা সভা,  সমাবেশ ও উন্নয়ন মেলার প্রদর্শনীর মধ্য দিয়ে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফারুক আহমেদ তালুকদার, পালং মডেল থানা ওসি মেজবাহ উদ্দিন আহমাদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সামিনা ইয়াসমিন। 

এছাড়াও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক, ইউপি সচিব ও গ্রাম পুলিশ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর