ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড় গ্রামের বাসিন্দা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল হাসেম ভূঁইয়ার নামাজে জানাজা শুক্রবার অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল ১১টায় পশ্চিম পাঠানগড় গ্রামের ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
এর আগে গতকাল বুধবার সকাল ১০টায় রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৫ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। তিনি পাঠাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। গত ২৮ আগস্ট তার স্ত্রী নুরের নেছা মারা গেছেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী আবুল হাসেম ভূঁইয়ার ১১ সন্তানের মধ্যে সবাই সুশিক্ষিত। প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজে এখন প্রতিষ্ঠিত। তাদের প্রথম ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া বিএ (অনার্স) এমএ, এমবিএ, এবং একটি কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। দ্বিতীয় ছেলে নুরুল করিম ভূঁইয়া সরকারের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা এবং আমেরিকা সরকারের স্কলারশীপে বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রাবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন। তৃতীয় ছেলে নুরুল হুদা ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) এমএসসি ও পিএইচডি ডিগ্রী অর্জন করে আনবিক শক্তি কমিশন রাজশাহীতে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত। চতুর্থ ছেলে নুরুল আলম ভূঁইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (অনার্স) এমএসএস পাস করে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে অডিট অফিসার হিসেবে কর্মরত। পঞ্চম ছেলে আরিফুর রহমান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) এমএসএস পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ইউএসএ'তে পিএইচডি করছেন। এছাড়া ৬ মেয়ে রহিমা বেগম, জাহেদা বেগম, সুফিয়া বেগম, জোসনা আরা, ফাতেমা বেগম ও তানজিনা আক্তার সবাই উচ্চশিক্ষিত ও সমাজে স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত।
স্থানীয়রা জানান, আবুল হাসেম ভূঁইয়া তার সন্তানদের সুশিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পেরে সফল বাবা হিসেবে সুপরিচিতি রয়েছে। তার সকল সন্তানরা এখন সমাজে প্রতিষ্ঠিত ও মানুষের কল্যাণে নিবেদিত। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, মরহুমার দ্বিতীয় ছেলে নূরুল করিম ভূঁইয়া’র স্ত্রী মিনারা নাজমীন তিনি ও সরকারের সিনিয়র সহকারী সচিব ও মার্কিন স্কলারশীপে বর্তমানে আমেরিকায় পিএইচডিরত। অন্যদিকে পঞ্চম ছেলে আরিফুর রহমান ভূঁইয়ার স্ত্রী মারিয়ম আকতার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে সিটি এসবি ঢাকায় কর্মরত। অন্যান্য ছেলেদের বউ ও জামতারা স্ব স্ব অবস্থানে কর্মোজ্বল এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করছেন।
বিডি প্রতিদিন/আরাফাত