চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে দ্বিতল আধুনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন চত্বরে এ উদ্বোধন করা হয়। এতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার, রেলওয়ে পশ্চিমের প্রধান প্রকৌশলী আসাদুল হক ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।
১০ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে স্টেশন ভবনসহ কার পার্কিং, প্লাটফর্ম ও শেড নির্মাণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন