রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। মেলার সাজ-সজ্জার কাজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রংপুর ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে রংপুর শিল্প ও বাণিজ্য মেলা কাজের উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. ডাব্লিউ. এম. রায়হান শাহ্। গত বছরের মেলার সাফল্যের ধারাবাহিকতায় এবারও মেলা আয়োজন করা হচ্ছে। মেলায় ১০৪টি স্টল থাকবে। সেই সাথে শিশুদের বিনোদনের জন্য ৮ থেকে ১০টি রাইড থাকবে।
মেলার সাজ-সজ্জার কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন, ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিক উল্লাহ, পরিচালক ও মেলা প্রদর্শনী ব্যবসা উন্নয়ন উপ পরিষদের আহবায়ক মোঃ আখতারুজ্জামান মওলা, যুগ্ম আহবায়ক ও পরিচালক সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, চেম্বারের পরিচালক আলী আহমেদ চান্দ, মোঃ নুরুল ইসলাম পটু, মোঃ আব্দুর রাজ্জাক, সালাহউদ্দিন মোস্তফা জামাল সুমন, মোঃ রুবায়েত হোসেন খান প্রমুখ।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন বলেন, মেলার আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। সামনের মাসের ১০ তারিখ নাগাদ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।
বিডি প্রতিদিন/এএ