রাজশাহীতে স্ত্রীকে হত্যার পর পালিয়ে থাকা মুরাদ আলী কারিগরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার পুলিশ। চারঘাট থানার তাতারপুর কারিগরপাড়ার মৃত সাদেক আলী কারিগরের ছেলে।
জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, পিতাকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি জাামিনে বের হন মুরাদ আলী। সম্প্রতি মুরাদ জামিনে মুক্তি পান। এরপর থেকেই স্ত্রী শিলা বেগমকে তার পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিক্রি করে দিতে চাপ দেন। শিলা জমি বিক্রি করতে আপত্তি করেন। এনিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে মুরাদ আলী তার স্ত্রী শিলাকে হত্যা করে লাশ আঙিনার কলঘরে রেখে পালিয়ে যায়।
এরপর থেকে মুরাদ আলী পলাতক ছিলেন। শুক্রবার ভোরে পুলিশ গোপনে খবর পেয়ে পুঠিয়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে আটক করে।
উল্লেখ্য, মুরাদ আলী তার পিতা সাদেক আলী কারিগরকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছিলেন। ওই মামলায় কারাগারে ছিলেন তিনি। জামিনে বেরিয়ে আবার স্ত্রীকে হত্যা করলেন মুরাদ আলী।
বিডি প্রতিদিন/এএ