ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ১৫ থেকে ১৮ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে ১০/১২ দিন আগে তার মৃত্যু হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যার ঘটনা হতে পারে।
বোরহানউদ্দিন থানার ওসি মো: মনির হোসেন মিঞা জানান, উদ্ধার হওয়া অজ্ঞাত মৃতদেহের শরীরে কোন কাপড় ছিলো না। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যার মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এএ