পঞ্চগড়ে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সোনালী ব্যাংক চত্বরে এই কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপি আয়োজিত অনশনে পাঁচ উপজেলার নেতাকর্মীরা অংশ নেয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনশন কর্মসূচির আলোচনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সুফি, সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারীসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা আবদুল্লাহ আল মামুন রনিক।
বিডি প্রতিদিন/এএম