শিরোনাম
২১ অক্টোবর, ২০২৩ ২২:১৩

ফেনীতে অসহায়-দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

ফেনী প্রতিনিধি:

ফেনীতে অসহায়-দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

ফেনীতে শারদীয় দুর্গোৎসবে ৭ শতাধিক মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের জয়কালী মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিরা লাল চক্রবর্তী, সাবেক সভাপতি রাজিব খগেশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমীর কর। পরে অতিথিবৃন্দ আগত দুস্থদের হাতে উপহারের বস্ত্র তুলে দেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর