পাহাড়ে বিপদ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় হামুন। মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি। কখনো ভারি, কখনো মাঝারি আবার কখনো হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাঙামাটিতে। তাই পাহাড় ধসের শঙ্কা প্রকাশ করছে স্থানীয়রা। তবে সাবধান করতে এরই মধ্যে সতর্ক বার্তাও জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
এদিকে পাহাড়ে ঝুঁকিতে বসবাসরতদের নিরাপদ স্থানে যেতে করা হচ্ছে মাইকিংও। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।
আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় হামুন এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। বর্তমানে ৭ নম্বর সতর্কতা সংকেত দেওয়া আছে। তবে তা পর্যায়ক্রমে বাড়তে থাকবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সতর্ক না হলে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, রাঙামাটিতে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে তাদের জন্য স্থানীয় বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থা বুঝে সবাইকে সড়িয়ে আনা হবে।
বিডি প্রতিদিন/হিমেল