১১ নভেম্বর, ২০২৩ ২১:৫৩

আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে হবে: জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে হবে: জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে হবে। বিএনপি নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। আগুন সন্ত্রাসী বিএনপি নির্বাচনে অংশ নিলে জনগণ প্রত্যাখ্যান করবে। যারা ধ্বংসাত্মক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষ ও পরিবহনের ক্ষতি করে তারা দেশ ও জনগণের শত্রু। আগামী নির্বাচনে জনগণের কাছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই।

 
শনিবার (১১ নভেন্বর)  ভোলার চরফ্যাশনে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী কো-অর্ডিনেটরদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

এমপি জ্যাকব আরও বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী স্বপ্ন বাস্তবায়ন করতে মানুষ আবারও নৌকায় ভোট দিবে। তার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আগামীর উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যহত করতে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ কর্মসূচির নামে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর