বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এম আর জামিল হোসাইন। বৃহস্পতিবার তিনি বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.খালিদ হোসেন এর নিকট মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগ নেতা জামিল হোসাইন একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বঞ্চিত হয়েছেন।
নমিনেশনপত্র জমা দেওয়ার পরে জামিল হোসাইন বলেন, আমি দলের স্বতন্ত্র প্রার্থী। দল যতক্ষণ মাঠে থাকতে বলবে ততক্ষণ দলের নির্দেশনা মেনে নির্বাচনী কাজ পরিচালনা করবো।
বিডি প্রতিদিন/এএ