৬ ডিসেম্বর, ২০২৩ ২১:৪৩

জাতীয় নির্বাচনে পুলিশের করণীয় বিষয়ে এসপির নির্দেশনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জাতীয় নির্বাচনে পুলিশের করণীয় বিষয়ে এসপির নির্দেশনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়ে নির্দেশনা দিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান। বুধবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত ব্রিফিঙে পুলিশ সদস্যদের এ নির্দেশনা প্রদান করা হয়।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে জেলা পুলিশের সকল সদস্যের মনোবল দৃঢ় রেখে নিয়মিত অস্ত্র প্রশিক্ষণসহ কর্ম উদ্দীপনা নিয়ে পেশাদারিত্ব ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১, ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ, পুলিশ লাইন্সের আরআই মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর