পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে সাগর কন্যা কুয়াকাটায় এই প্রথমবারের মতো শুরু হয়েছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর আয়োজন করে।
দুই দিনের এ উৎসবকে কেন্দ্র করে পর্যটন নির্ভর ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ এবং বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন।
এর আগে বর্নাঢ্য একটি র্যালি বের হয়। এতে ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ পর্যটকরা অংশগ্রহণ করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি হোটেলে পর্যটনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, শিল্প মন্ত্রনালয়ের এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো.মাসুদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মো.শওকত আলী, পটুয়াখালী জেলা প্রশাসক মো.নূর কুতুবুল আলম, পটুয়াখালী পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল