মহান বিজয় দিবসে উপলক্ষে বগুড়ায় বিজয় শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার বেলা ১১টায় শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সাতমাথা মুজিব মঞ্চে আলোচনা সভা করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়াম লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, তবিবর রহমান তবি, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, সাধারণ সম্পাদক সাবিহা সাবরিন পিংকি, জেলা শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম, কামরুল মোর্শেদ আপেল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা।
বিডি প্রতিদিন/নাজমুল