কক্সবাজারের টেকনাফ থানাধীন মৌলভীবাজার এলাকা থেকে অস্ত্রসহ নয়ন নামে একজনকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত সন্ত্রাসী হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ড মৌলভীবাজার পূর্বপাড়ার মৃত আবু তাহেরের ছেলে নয়ম উদ্দিন প্রকাশ নয়ন (৩২)।
কক্সবাজার র্যাব-১৫,অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত আলামতসহ ধৃত ও পলাতক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম