নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩০) গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা শেষে গৃহবধূ নিজে বাদী হয়ে মঙ্গলবার বিকেলে এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, নলডাঙ্গা উপজেলায় সৌদি আরব প্রবাসীর বাড়ির প্রায় সকলে সোমবার রাতে পাশের পুকুরে মাছ ধরছিল। বৃদ্ধ দাদা শ্বশুরসহ ওই গৃহবধূ এ সময় বাড়িতে ছিল। বিষয়টি জানতে পেরে কয়েকজন বাড়িতে ঢুকে গৃহবধূর মুখে কাপড় বেঁধে পাশের একটি পুকুর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
বৃদ্ধ দাদা নাতি বউকে বাড়িতে না পেয়ে অন্যদের খবর দিলে সকলে খোঁজাখুঁজি শুরু করলে রাত ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা গৃহবধূকে ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই