সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ বালুর স্তুপের নিচে চাপা পড়ে আব্দুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যূ হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আব্দুর রহমান রাঘববাড়িয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল ২টায় দিকে শিশু আব্দুর রহমান, মাসুদ রানা ও আব্দুল্লাহ্ তিনজন শিশু বালুর স্তুপের কাছে খেলা করছিল। এ সময় বালুর স্তুপটি ধ্বসে পড়ে। এতে শিশু মাসুদ রানা ও আব্দুল্লাহ দ্রুত সরে যেতে পারলেও আব্দুর রহমান স্তুপের নীচে চাপা পড়ে। পরে দুই শিশুর কাছে গ্রামবাসী ঘটনাটি জানতে পেরে ঘন্টাব্যাপী কোদাল দিয়ে বালু সরিয়ে শিশু আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করেন।
শিশুটির মা বিধবা হাসি খাতুন বলেন, ফজলুর রহমান অবৈধভাবে বালু তুলে উত্তোলন করে স্তুপ করার জন্যই আজ আমার ছেলেকে হারাতে হলো। আমি বালু ব্যবসায়ী ফজলুর শাস্তি দাবি করছি।
উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লাপাড়া উপজেলয় নির্বাহী অফিসার সানজিদা সুলতানা বলেন, রাঘববাড়িয়ায় এলাকায় সরকারিভাবে কোন বালু মহাল নেই। অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএম