বাগেরহাটের মোরেলগঞ্জে রাজু তালুকদার (২০) নামে এক যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে পল্লীমঙ্গল এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ধানসাগর গ্রামের বাচ্চু তালুকদারের ছেলে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা রাজু তালুকদারকে আটক করে তার শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম