বরিশালের মুলাদী উপজেলার টুমচর গ্রামে মো. রুবেল শাহ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে ৯টায় হামলায় আহত রুবেল শাহ্কে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত রুবেল ওই উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মৃত সেকান্দার শাহ’র ছেলে।
মুলাদী থানার ওসি মো. জাকারিয়া জানান, ওই গ্রামের হাজী গ্রুপ ও আকন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল সাড়ে ৯টার হাজী গ্রুপের রুবেল শাহ নিজ বাড়ি থেকে পাশ্ববর্তী জাগরণী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আকন বাড়ি এলাকায় তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রুবেলকে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা আহত রুবেলকে উদ্ধার করে পাশ্ববর্তী কালকিনী স্বাস্থ্য কমপেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কালকিনী থানা পুলিশ সুরতহাল রিপোর্ট করে রুবেলের মরদেহ ময়না তদন্ত করবে। মামলা হবে মুলাদী থানায়। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি মো. জাকারিয়া।
বিডি প্রতিদিন/এএম