সকাল সকাল পরিবারের ভোটারদের নিয়ে কেন্দ্রে গিয়ে নৌকায় একটি করে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু।
তিনি বলেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নির্বাচিত হলে এ এলাকায় কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। তার নাম বিক্রি করে কেউ আর অপকর্ম করতে পারবে না। আলাউদ্দিন নাসিম নিজেও জাল ভোটের বিপক্ষে। সুতরাং জাল ভোট দিয়ে নয়, সকাল সকাল পরিবারের ভোটারদের নিয়ে কেন্দ্রে গিয়ে নৌকায় একটি করে ভোট দেয়ার আহ্বান জানান।
বুধবার ফেনী-১ আসনের ফুলগাজী ও পরশুরামে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে ঘরোয়া সমাবেশে তিনি এসব কথা বলেন।
সফিকুল বাহার মজুমদার টিপু আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষে এবারও নৌকাকে ভোট দিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মক্তিযোদ্ধা হুমায়ুন শাহরিয়ার ও বীর মুক্তিযোদ্ধা মির আহমেদ মজুমদার প্রমুখ।
এদিকে, মুক্তিযোদ্ধরা ফেনী-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে বিভিন্ন ইউনিয়নে গিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত