৪ জানুয়ারি, ২০২৪ ১৮:৩৯

রংপুরে নির্বাচনি সামগ্রী পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে নির্বাচনি সামগ্রী পৌঁছেছে

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ছয়টি আসনে ৮৫৮ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) বলে চিহ্নিত হয়েছে। ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী এসে পৌঁছেছে। রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার অধীনস্থ ট্রেজারি থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার বিকালে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত দুটি গাড়িতে এসব ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে বিভিন্ন উপজেলায়।

জানা গেছে, ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী জেলা ছয়টি আসনের অধীন আট উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে পাঠানো হচ্ছে। সেখানে নির্বাচনের দিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার আগ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে। নির্বাচনের দিন ভোটগ্রহণের আগে ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে।

রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান বলেন, নির্বাচনের সামগ্রী এসেছে। আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার ৮৫৮ কেন্দ্রই গুরুত্বপূর্ণ। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। রংপুরের ছয়টি আসনে মোট ভোটার ২৪ লাখ ৫৪ হাজার ৬১৩ জন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর