লক্ষ্মীপুরের রামগতিতে নকল বিড়ি বিক্রেতাদের বাধা দেওয়াকে কেন্দ্র করে আকিজ বিড়ি ফ্যাক্টরি লি. কর্মকর্তা রফিকুল ইসলামের উপর হামলার ঘটনায় রামগতি থানায় মামলা করা হয়েছে। মামলায় আব্দুল খালেক, মো: শাহজাহান, মো: বাবুল, মো: জসিম ও মো: জাফরসহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
সোমবার দুপুরে মামলার ২নং আসামি শাহজাহানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা নেয়া হয়েছে, একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার চর আগলী ইউনিয়নের পশ্চিম চর নেয়ামত এলাকায় হামলার ঘটনা ঘটে। এসময় ওই কর্মকর্তার পকেটে থাকা দুই লাখ দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। আহত রফিকুল ইসলাম বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, হামলার ঘটনায় বিচার চেয়ে রবিবার (১৪ জানুয়ারি) বিকালে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের ব্যানারে স্থানীয় রামদয়াল বাজারে মানববন্ধন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। মানববন্ধনে নকল বিড়ি বিক্রি ও সরবরাহকারী চক্রের সকল সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন বক্তারা। এতে গোলাম মোক্তাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সভাপতি ফজলুল হক, চাঁদপুর বিভাগের সভাপতি আতিকুর রহমান।
বিডি প্রতিদিন/আরাফাত