বান্দরবানের রুমা থেকে অপহৃত ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমাকে (৫০) ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
গতকাল রবিবার বিকেলে অপহরণের কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা তাকে বগালেক এলাকায় এনে ছেড়ে দেয়। তবে রবিবার রাতেই তার মুক্তির খবর কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।
উহ্লামং মারমার স্ত্রী ঙাং এন ময় বম জানান, গভীর রাতে তিনি বাড়ি ফিরে এসেছেন।
এই অপহরণের জন্য উহ্লামং মারমার পক্ষ থেকে নবগঠিত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ কে দায়ী করা হলেও অপহরণ কিংবা ছেড়ে দেয়ার বিষয়ে কেএনএফ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
রুমা থানার ওসি মো. শাহজাহান উহ্লামং মারমার নিজ বাড়িতে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সমর্থক উহ্লামং মারমার সাথে নীতিগত বিষয়ে দীর্ঘদিন ধরে কেএনএফ এর সাথে বিরোধ ছিল।
বিডি প্রতিদিন/হিমেল