রাজবাড়ীর পাংশায় দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পাংশা পৌরসভার এলাকায় পারনারায়নপুর গ্রামের খাদ্য পণ্যে নিষিদ্ধ পণ্য ব্যবহারে মুসলিম বেকারীকে ১৫ হাজার টাকা। এছাড়া পাংশা বাস বাসস্ট্যান্ডে রাজ্জাক হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রির অপরাধে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রাজবাড়ী ভোক্তার অধিকার সংরক্ষণ অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে সর্বসাধারণের মাঝে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম