গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজেড়া এলাকায় একটি কটন স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও কারখানাটির শ্রমিকরা জানান, ওই কটন স্পিনিং মিলে প্রতিদিনের মতো সোমবারও শ্রমিকরা সুতা তৈরির কাজ করছিলেন। এ সময় কারখানাটির সিকিউরিটি গার্ড আব্দুল মজিদ কারখানাটির গোডাউনে রাখা তুলার মাঝে আগুন দেখতে পেয়ে কারখানাটির শ্রমিক এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে কালিয়াকৈর এবং টাঙ্গাইলের মির্জাপুর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই কারখানার সমস্ত মালামাল পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, প্রায় একঘণ্টা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই কারখানার সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল